অন্ধদের চোখের আলো ফিরিয়ে দেয়া মহৎ কাজ : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, অন্ধদের চোখের আলো ফিরিয়ে দেয়া নি:সন্দেহে একটি মহৎ কাজ। যাদের চোখের আলো নিভে গেছে তারা অত্যন্ত অসহায় হয়ে পড়ে। বিত্তবানদের এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিৎ। তিনি বলেন, রোটারী ক্লাব আর্তমানতার সেবায় নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে। রোটারী ক্লাবের পাশাপাশি অন্যান্য ক্লাবগুলিরও এ ধরণের মহৎ কাজে সক্রিয়ভাবে এগিয়ে আসা দরকার।
সিটি মেয়র গতকাল শুক্রবার সকালে নগরীর রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চক্ষু চিকিৎসা শিবির ২০১৯ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিএনএসবি চক্ষু হাসপাতাল এবং রোটারী ক্লাব অব খুলনা পোর্ট সিটি যৌথভাবে এ চক্ষু শিবিরের আয়োজন করে।
ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রোটা: মো: আমজাদ হোসেন। অন্যান্যের মধ্যে খুলনা জেলা পরিষদের সদস্য চৌধুরী রায়হান ফরিদ, রোটা: মো: কামরুজ্জামান বাবু, আবু সাঈদ চন্দন সহ রোটারিয়ান সদস্য ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।