অন্তঃসত্ত্বা ২ জন সহ ৬৬ জন নার্স করোনায় আক্রান্ত
রাজধানী ঢাকাসহ সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানকালে করোনায় আক্রান্ত নার্সের সংখ্যা বেড়েছে। অন্তঃসত্ত্বা দুইজনসহ মোট ৬৬ জন নার্স করোনা আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ২৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৪০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন দুইজন।
শনিবার (১৮ এপ্রিল) রাত ৭টায় সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস নামক একটি সংগঠনের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ৮ জন, শ্যামলীর শিশু হাসপাতালে ১ জন, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, বরিশালের বাবুগঞ্জ ইউনিয়ন হেলথ সেন্টারে ২ জন, নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালে ৪ জন, নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ১ জন, নেত্রকোনার খালিয়াজুড়ির ইউনিয়ন হেলথ সেন্টারে ১ জন, গাজীপুরের কাপাসিয়ার ইউনিয়ন হেলথ সেন্টারে ৩ জন, জামালপুরের বকশিগঞ্জ ইউনিয়ন হেলথ সেন্টারে ১ জন, গাজীপুরের কালীগঞ্জের ইউনিয়ন হেলথ সেন্টারে ২ জন, ময়মনসিংহ গফরগাঁও ইউনিয়ন হেলথ সেন্টারে ২ জন, কিশোরগঞ্জের করিমগঞ্জ ইউনিয়ন হেলথ সেন্টারে ১ জন, নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে ২ জন ও কিশোরগঞ্জ ভৈরব ইউনিয়ন হেলথ সেন্টারে ১ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এছাড়া বেসরকারি গাজীপুরের কেপিজে হাসপাতালে ৩ জন, শাহবাগের বারডেম হাসপাতালে ২ জন, এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো) ১ জন, গুলশানের ইউনাইটেড হাসপাতালে ৫ জন, ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ৩ জন, মগবাজারের ইনসাফ বারাকাহ হাসপাতাল ৬ জন, মিরপুরের ডেল্টা হাসপাতালে ১ জন, ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ১ জন ও তেজগাঁও ইমপালস হাসপাতালে ২ জন রয়েছেন।