December 22, 2024
জাতীয়

অনূর্ধ্ব-১৯ দলের সদস্যদের শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি

দক্ষিণাঞ্চল ডেস্ক

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্যদের শিক্ষার ভার রাষ্ট্রকে নেওয়ার দাবি জানিয়েছেন একজন সংসদ সদস্য। গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ গতকাল সোমবার সংসদে অনির্ধারিত আলোচনায় বলেন, এই যে আকবর বাহিনী এবং অনূর্ধ্ব-১৯ বাহিনীর সদস্যরা যতদিন পড়শোনা করবে ততদিন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর তত্ত¡াবধানে যেন সেই অর্থ যেন রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়। রোববার দক্ষিণ আফ্রিকায় আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ।

গতকাল সোমবার সংসদে এ বিষয়ে আলোচনার সূত্রপাত করে জাতীয় পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বিশ্বকাপজয়ী যুবাদের সংবর্ধনা দেওয়া দাবি জানান। তিনি বলেন, সারা দেশের মানুষ উদ্বেলিত আনন্দিত। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর যেভাবে আনন্দিত হয়েছিল, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে যেভাবে আনন্দিত হয়েছিল, আজকে বিশ্বকাপে এই প্রথম অনুর্ধ-১৯ এর সন্তানরা চ্যাম্পিয়ন হয়েছে, সারা দেশের মানুষ আনন্দিত।

শেখ হাসিনা, যিনি খেলাকে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকতা করেছেন তাকে অভিনন্দন জানাব। যে দৃষ্টান্ত রেখেছে, সবাই একমত এই ছেলেদের গণসংবর্ধনা দেওয়া হক। রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের যথোপযুক্ত সম্মানী দেওয়া হোক।

সুলতান মনসুর বলেন, বাঙালিরা এগিয়ে যাবে। ১৯৭১ সালে পাকিস্তানকে হারিয়ে স্বাধীনতা লাভ করেছি। এবার ভারতের মত রাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপে জয়লাভ করেছি। প্রমাণ করেছি, উপমহাদেশে বাংলাদেশ অগ্রগামী দেশ। ‘আকবর বাহিনীকে’ সংবর্ধনা দেওয়ার প্রস্তাব দিয়ে তিনি সব খোলোয়াড়কে ‘প্লট’ বরাদ্দ দেওয়ার দাবি জানান।

গণফোরামের এই সংসদ সদস্য বলেন, সুন্দর জীবন যাপনের জন্য, বাঁচার জন্য খেলোয়াড়দের মধ্যে অনেকে আছে, যারা সেভাবে প্রতিষ্ঠিত নয়। যারা বিশ্বব্যাপী আমাদের সম্মান বয়ে এনেছে, সরকারের পক্ষ থেকে তাদেরকে প্লট বরাদ্দ করা হোক।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *