September 11, 2025
খেলাধুলা

অনুশীলনে ফিরলেন ‘বিশেষ ছাড়ে’ মুক্ত সাকিব-মোস্তাফিজ

স্বাভাবিক নিয়মে ১৪ দিন হোটেল কোয়ারেন্টিনে থাকার কথা ছিল সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। কিন্তু তার আগেই ‘বিশেষ ছাড়ে’ মুক্তি মিললো তাদের।

এরইমধ্যে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে অনুশীলনেও নেমে পড়েছেন দুজনেই।

 

মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে দেখা গেছে সাকিব ও মোস্তাফিজকে। তবে বৃষ্টির কারণে আজ অনুশীলন শুরু হয়েছে দেরিতে।

ভারতে করোনা মহামারি পরিস্থিতির অবনতির পর আইপিএল স্থগিত হলে গত ৬ মে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরে আসেন সাকিব ও মোস্তাফিজ। বিমানবন্দর থেকে তাদের সরাসরি ভিন্ন ভিন্ন হোটেলে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

১৪ দিন হোটেল কোয়ারেন্টিনে থাকার কথা ছিল সাকিব ও মোস্তাফিজের। অর্থাৎ আগামী ২০ মে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু ১২ দিন কোয়ারেন্টিনে থাকার পর বিসিবির আবেদনে মেয়াদ শেষ হওয়ার দুই দিন আগেই তারা মাঠে ফিরেছেন। এর মাঝে দুজনেই দুইবার করে করোনা নেগেটিভ হয়েছেন।

২৩ মে থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে ২১ মে নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *