অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠা খুলনার সেই ব্যাংক ম্যানেজার মোতালেব প্রত্যাহার
দক্ষিণাঞ্চল প্রতিদিনে সংবাদ প্রকাশের জের
দ. প্রতিবেদক
সোস্যাল ইসলামী ব্যাংক খুলনার ডুমুরিয়া শাখার এসএভিপি ও ম্যানেজার মোঃ মোতালেব হোসেনেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার তাকে ব্যাংকের এ শাখা থেকে ঢাকাস্থ প্রধান কার্যালয়ে নেয়া হয়েছে। বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। গতকাল রাতে ব্যাংকের ম্যানেজারের দায়িত্বে যোগদান করা কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুর্ব সরালিয়ার এলাকার মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে মোতালেব হোসেন। তিনি ১৯৮৮ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। ১৯৯৬ সালে ইসলামী বাংক বাংলাদেশ লিঃ’র প্রিন্সিপাল অফিসার হিসেবে চাকুরীতে যোগদান করেন। ২০০৯ সালে সোস্যাল ইসলামী ব্যাংকে যোগদান করে বর্তমানে চাকুরীতে রয়েছেন।
মোঃ মোতালেব হোসেন সোস্যাল ইসলামী ব্যাংকের ডুমুরিয়া শাখায় বসে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে গ্রাহকদের মধ্য থেকে অভিযোগ উঠে আসে। গ্রাহকদের মোটা অংকের ঋণ দিয়ে তাদের সাথে ব্যবসায়িক পার্টনার হন তিনি। এছাড়া ব্যাংকে চাকুরীর আড়ালে নিজের ঠিকাদারী ব্যবসার কোটি কোটি টাকা লেনদেন করেন গ্রাহকদের একাউন্টে। তার এই অনিয়ম ও দুর্নীতির বিষয়ে টের পেয়ে অনেক গ্রাহক তাদের একাউন্ট বন্ধ করে দিয়েছেন। অনুসন্ধানে এ ধরনের চিত্রই ফুটে উঠেছে। দুর্নীতি অনিয়মের মাধ্যমে বাগেরহাটের সোনাতলা মোড় এলাকায়, খুলনার পল্লী বিদ্যুৎ ভবনের সামনে তার বহুতল ভবনসহ রয়েছে একাধিক প্ল¬ট ও জমি। এ বিষয়ে গত ২৩ ও ২৪ আগস্ট দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনসহ খুলনা ও যশোরের একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ