January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

অনলাইন নিউজ পোর্টাল খুলনা গেজেট’র প্রতিনিধি সম্মেলন

খবর বিজ্ঞপ্তি
খুলনা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল খুলনা গেজেট-এর প্রথম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় এ সম্মেলন শুরু হয়ে শেষ হয় দুপুর দুইটায়। নিউজ পোর্টালটি ২০২০ সালের ১৩ জুলাই ‘সবার আগে সঠিক খবর’-এ স্লোগান নিয়ে পথচলা শুরু করে। এতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
খুলনার হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল সম্মেলনকক্ষে আয়োজিত খুলনা গেজেট-এর প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন খুলনা গেজেটের যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম। প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন, খুলনা গেজেট-এর সম্পাদক মো. মাহমুদ আহসান।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান (সাময়িক দায়িত্ব) মামুন অর রশিদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্যা। সম্মেলনে প্রতিনিধিরা খুলনা গেজেট’র অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিনিধি সম্মেলনে মতামত পেশ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ। এছাড়া আলোচনা করেন, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, বার্তা সম্পাদক আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন, গোপালগঞ্জ প্রতিনিধি সলিল বিশ্বাস মিঠু, যশোর প্রতিনিধি জাহিদ আহম্মেদ লিটন, মণিরামপুর প্রতিনিধি এসএম সিদ্দিক, চিতলমারী প্রতিনিধি মো. সেলিম সুলতান, দিঘলিয়া প্রতিনিধি একরামুল হোসেন, ফকিরহাট প্রতিনিধি সৈয়দ আলী, দাকোপ প্রতিনিধি শচীন্দ্রনাথ মণ্ডল, মোংলা প্রতিনিধি বিএম ওয়াসিম আরমান, ডুমুরিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *