অনন্য ভালোবাসায় সিক্ত হলেন কেএমপি’র বিদায়ী কমিশনার
খবর বিজ্ঞপ্তি
এক অন্য রকম আয়োজনের মধ্যে দিয়ে বিদায় জানানো হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা) কে। দীর্ঘ দেড় বছর কর্মকালীন সময়ে পুলিশ কমিশনারের সুনাম ছিলো দিবাকরের ন্যায় সমুজ্জ্বল।
রবিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা)কে প্রথাগতভাবে বিদায় দেওয়া হয়। বিদায়ের পূর্ব মূহুর্তে পুলিশ কমিশনারকে গর্ড অব অনার দেওয়া হয় এবং নানা ফুলে সুসজ্জ্বিত গাড়িতে ফুলের রশি বেঁধে খালিশপুর মেট্রোভবন থেকে বিদায় জানানো হয়। এই সময় সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা-সহ কেএমপি’র বিভিন্ন পদমর্যাদার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা মেট্রোপলিটন পুলিশের বিদায়ী পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে বদলি করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসাবে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ