অধ্যক্ষ মাহফুজা খুনে আসামি দুই গৃহকর্মী
দক্ষিণাঞ্চল ডেস্ক
ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডে তার দুই গৃহকর্মীকে আসামি করে মামলা হয়েছে। নিহতের স্বামী ছাত্রলীগের সাবেক নেতা ইসমত কাদের গামা বাদী হয়ে সোমবার সকালে নিউ মার্কেট থানায় মামলাটি করেন বলে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানিয়েছেন। রোববার রাতে এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজের ফ্ল্যাট থেকে মাহফুজার মরদেহ উদ্ধারের পর থেকে দুই গৃহকর্মী রেশমা ও স্বপ্না পলাতক।
পুলিশ কর্মকর্তা মারুফ বলেন, রুনু নামে বাসায় আরেকজন গৃহকর্মী ছিল। তাকেও সন্দেহ করা হচ্ছে। তবে মামলায় তাকে আসামি করা হয়নি। রেশমা ও স্বপ্নাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান। ওই বাসা থেকে কী কী খোয়া গেছে, তা এখনও জানা যায়নি বলে জানান উপকমিশনার মারুফ। মাহফুজার স্বামী গামা মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান। তিনি সত্তরের দশকের প্রথম দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।