January 19, 2025
খেলাধুলা

অধিনায়কের সেঞ্চুরিতে ৩৬’র জবাবটা ভালোভাবেই দিচ্ছে ভারত

অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত। মেলবোর্নে দ্বিতীয় টেস্ট শুরুর আগে আবারও ভারতকে উড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অসি কিংবদন্তি শেন ওয়ার্ন। দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারও বলেছিলেন, ভারতের প্রতি আরও বেশি নির্দয় হবে তার দল।

কিন্তু মাঠের খেলায় প্রথম দুই দিন শেষে এগিয়ে রয়েছে ভারতই। সবশেষ ইনিংসে ৩৬ রানে অলআউট হওয়ার বেদনাকেই যেন শক্তিতে পরিণত করেছে তারা। রোববার দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ৮২ রানে এগিয়ে রয়েছে ভারত, হাতে রয়েছে আরও ৫টি উইকেট।

শনিবার ম্যাচের প্রথম দিন অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে অলআউট করার পর, রানের খাতা খোলার আগেই ১ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। পরে ১ উইকেটে ৩৬ রান নিয়ে দিন শেষ করে তারা। আজ খেলা হয়েছে ৮০.৩ ওভার। যেখানে ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কা রাহানের সেঞ্চুরির সুবাদে তারা করেছে ২৪৩ রান, হারিয়েছে ৪টি উইকেট।

দিনের শুরুটা দেখেশুনে ভালোভাবেই করেছিলেন শুভমান গিল ও চেতেশ্বর পুজারা। পরপর দুই ওভারে তাদের সাজঘরে পাঠিয়ে দেন প্যাট কামিনস। অভিষিক্ত গিল ৬৫ বলে করেন ৪৫ রান। টিম পেইনের দুর্দান্ত ক্যাচে আউট হওয়ার আগে পুজারা করেন ১৭ রান। চতুর্থ উইকেটে হানুমা বিহারির সঙ্গে ৫২ রান যোগ করেন রাহানে। বিহারি থামেন ২১ রান করে।

ছয় নম্বরে নামা উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্তের সঙ্গে মিলে অসিদের করা ১৯৫ রান টপকে যাওয়ার মিশনে ভালোভাবেই এগুচ্ছিলেন অধিনায়ক রাহানে। কিন্তু দলীয় ১৭৩ রানের সময় স্টার্কের বলে কট বিহাইন্ড হন ২৯ রান করা পান্ত। এ উইকেটের মাধ্যমে অসি বোলারদের মধ্যে দ্রুততম ২৫০ উইকেটের রেকর্ড গড়েন স্টার্ক, পেইন করেন দ্রুততম ১৫০ ডিসমিসালের বিশ্বরেকর্ড।

পান্ত ফিরে যাওয়ার পর আর বিপদ ঘটতে দেননি রাহানে ও রবীন্দ্র জাদেজা। অবশ্য এতে ছিল ভাগ্যের ছোঁয়াও। ব্যক্তিগত ৭৪ রানে জীবন পান রাহানে। সেটিকে কাজে লাগিয়ে তুলে নেন ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি, জাদেজার সঙ্গে গড়েন শতরানের জুটি। ইনিংসের ৯২তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ১০৪ রানে আবারও জীবন পান রাহানে।

এরপরই নামে ঝিরিঝিরি বৃষ্টি। ফলে প্রায় ১০ ওভার বাকি থাকতেই বন্ধ করে দেয়া হয় দিনের খেলা। ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ২৭৭ রান। রাহানে ১০৪ ও জাদেজা ৪০ রান করে অপরাজিত রয়েছেন। তাদের লিড ৮২ রানের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *