অধিনায়কত্ব হারাচ্ছেন জামাল ভূঁইয়া!
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া প্রায় অর্ধযুগ সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন। এই সময়জুড়ে আর্মব্যান্ড তার হাতেই ছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ থেকে জামালের হাতে সেই আর্মব্যান্ড থাকছে না। সাইফ স্পোর্টিং ক্লাব কতৃপক্ষ ইতোমধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে।
সাইফ স্পোর্টিং ক্লাবে সম্প্রতি ব্যবস্থাপনা পরিচালক, সাধারণ সম্পাদকে পদে পরিবর্তন এসেছে। কর্মকর্তা রদবদলের পর দলের অধিনায়কত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটির উদ্বর্তন কর্তৃপক্ষ। অধিনায়কত্বের ব্যান্ড সরিয়ে নিলেও ক্লাবটির খেলোয়াড় হিসেবে রাখছে জামালকে।
জামাল ভূঁইয়া এত দিন সাইফে অধিনায়কত্ব করলেও খুব ভালো ফলাফল আসেনি। এর পাশাপাশি আরো কিছু বিষয় বিবেচনা করে জামালকে অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। নতুন অধিনায়ক কে হবে সেটা এখনো ঠিক হয়নি। কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির সঙ্গে আলোচনা করে ক্লাব কর্তৃপক্ষ নতুন অধিনায়ক ঘোষণা করবে।