April 12, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি, খুলনায় ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

দ. প্রতিবেদক
অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে খুলনা মহানগর ও বিভাগের বিভিন্ন জেলায় ১৩টি প্রতিষ্ঠানকে সাড়ে ৬৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুলনার বড় বাজারের মেসার্স রাজ্জাক ব্রাদার্সকে ৩০ হাজার টাকাসহ সাতক্ষীরা, মাগুরা, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ কার্যালয়ের ৭জন কর্মকর্তার নেতৃত্বে বাজার তদারকি কার্যক্রম করা হয়েছে। রবিবার এ অভিযান চালানো হয়।
সূত্রে জানা গেছে, বাজার তদারকিকালে খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান মহানগরীর বড় বাজার এলাকার মেসার্স রাজ্জাক ব্রাদার্সকে ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান সদর উপজেলার দু’টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব সদর উপজেলার একটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ সদর উপজেলার একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান সদর উপজেলার দু’টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল সদর উপজেলার একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জিয়াউল হক কোটচাদপুর উপজেলার ৫টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *