January 23, 2025
আঞ্চলিক

অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় সেইফ এন সেইভ’কে জরিমানা

 

ক্রেতা সেজে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

 

দ: প্রতিবেদক

খুলনায় অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে নিউমার্কেট এলাকার ‘সেইফ এন সেইভ’ চেইন শপকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার বিকাল ৫টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, সাধারণ মানুষ তথা ক্রেতা সেজে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বিভিন্ন পণ্য দেখেন ও কেনার জন্য তা রাখেন। এ সময় তার চোখে নানা অনিয়ম ধরা পড়ে। সরকার নির্ধারিত মূল্য না মেনে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। কাঁচা সবজি প্রায় সবগুলো চড়া দামে বিক্রি করছে এ প্রতিষ্ঠান। এছাড়া কসমেটিকস থেকে শুরু করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখও পাওয়া যায়নি। ৩য় তলায় মিষ্টি জাতীয় পণ্য তৈরি কিভাবে করে এই প্রতিষ্ঠান তা সরেজমিনে দেখতে গিয়ে চোখে পড়ে অস্বাস্থ্যকর পরিবেশ। এমনকি বিড়ালের অবাধ যাতায়াত ও নোংরা ওয়াশ রুম চোখে পড়ে।

এছাড়া বিভিন্ন জিনিস কিনতে আসা ভোক্তা সাধারণ তাৎক্ষণিকভাবে নানা অভিযোগ করেন এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সব অনিয়ম ও আইন অমান্য করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন অনিয়ম করবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া হয়। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন অংশ নেয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *