অডিটর, পাট কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
দক্ষিণাঞ্চল ডেস্ক
রংপুরে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অডিটর ও পাট কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার রংপুর মেটোপলিটন কোতয়ালি থানায় দুটি এবং গঙ্গাচড়া থানায় একটি মামলা করেছেন দুদকের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরে রংপুর বিভাগীয় কন্ট্রোলার অব একাউন্টেস কার্যালয়ে দায়িত্বরত ছিলেন অডিটর আশরাফুল ইসলাম। তখন একটি চেক জালিযাতির ঘটনায় অডিটর আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম ও ব্যবসায়ী রেজ্জাক খানের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
সাবেক উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা ও বর্তমানে রংপুর পাট অধিদপ্তরের কর্মকতা এ কে এম মাহাবুল আলম বিশ্বাসের বিরুদ্ধে ১৫ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে কোতয়ালী ও গঙ্গাচড়া থানায় দুটি মামলা করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, মামলার উলেখিত আসামিদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।