অজ্ঞাত রোগে আক্রান্ত জাহিদ বাঁচতে চায়
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
জাহিদ হোসাইন (৪০)। খুলনার পাইকগাছার রাড়ূলী গ্রামের মৃত আমির আলী মোড়লের ছেলে। ৭ বছর বয়সে সে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়। যদিও ডাক্তার নাম দিয়েছে বাড টিউমার। রোগের শুরুতে তার বাম হাটুতে ব্যাথা ও কামড় অনুভব করত। কঠিন যন্ত্রণা সহ্য করতে না পেরে ডাক্তারের কাছে গেলে তাকে অপারেশনের পরামর্শ দেন। ১৮ বছর পূর্বে ঢাকা পিজি ও ঢাকা মেডিকেল কলেজ থেকে তার হাটুতে ৪ বার অপারেশন করা হয়। কয়েক বছর যেতে না যেতেই পায়ের আংগুল থেকে হাটু পর্যন্ত অস্বাভাবিক মাংস বৃদ্ধি পায়। যা অজ্ঞাত রোগে পরিণত হয়েছে।
জানা যায়, পিতার রেখে যাওয়া জায়গা-জমি বিক্রি করে চিকিৎসা খরচ বহন করায় বর্তমান সে অসহায় জীবন যাপন করছে। সহায় সম্বল বলতে বর্তমানে রয়েছে মাত্র ১০ শতক জমি। ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকা থেকে তার একমাত্র ৪ বছরের শিশু পারভেজ হারিয়ে যায়। ঐ বছরেই শিশু সন্তান হারিয়ে যাওয়ার কারণে স্ত্রী আমেনা বেগম তাকে ছেড়ে চলে যায়। বর্তমানে সে মানবেতর জীবন যাপন করছে। অসহায় জাহিদ এই পরিবেশের আরো দশজন মানুষের মত বেঁচে থাকতে চায়। অসহায় জাহিদের চিকিৎসা খরচ না থাকায় সে আর্থিক সাহায্যের জন্য সমাজের বিত্তশালীদের সহযোগিতা কামনা করেছেন। তার ডাচবাংলা মোবাইল ব্যাংক এজেন্ট হিসাব নং- ৭০১৭০১১৩৭৬১২৯৪, পার্সোনাল বিকাশ নং- ০১৭৯১-৯৯৪৬৫৮ ।