January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

অঙ্কিতা হত্যার ফাঁসির দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ

দ. প্রতিবেদক
নগরীর দৌলতপুর পাবলা বনিকপাড়ার তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী অঙ্কিতা দে ছোঁয়াকে ধর্ষণপূর্বক নৃশংসভাবে হত্যার মূলহোতা নরপশু প্রীতম রুদ্রের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা সার্কিট হাউজে প্রধানমন্ত্রী বরাবর খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নিকট স্মারকলিপি পেশ করেন পাবলা বণিকপাড়া সোসাইটির নেতৃবৃন্দ ও নৃশংস হত্যার শিকার অঙ্কিতার পিতা সুশান্ত দে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নগর পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন ঘোষ, পাবলা বনিকপাড়া সোসাইটির আহবায়ক ব্যবসায়ী নাজমুল হাসান পুলু মুন্সি, পূজা উদযাপন দৌলতপুর থানা কমিটির সভাপতি তিলোক গোস্বামী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দৌলতপুর থানা কমিটির সভাপতি আশুতোষ সাধু, ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হুমায়ূন কবির, দৌলতপুর থানা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য হেলাল মুন্সি, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দৌলতপুর থানা কমিটির সাধারণ সম্পাদক বলোরাম দত্ত, প্রসাদ সাহা কালু, স্বাধীন মোড়ল, ইমাম হোসেন রুবেল, ফিরোজ আলম, সুমন দাস প্রমুখ।
একই সময়ে ডাকযোগে উক্ত স্মারকলিপি স্বরাষ্ট্র্র মন্ত্রালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হকের নিকট অনুলিপি আকারে প্রেরণ করা হয়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *