January 20, 2025
জাতীয়লেটেস্ট

অগ্রিম টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত অগ্রিম বিক্রি হওয়া ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (১০ জুলাই) রিফান্ড সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকিটের টাকার রিফান্ড আবেদন করা যাবে ১০ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই আবেদন করা যাবে স্টেশন মাস্টারের কার্যালয়ে। টাকা ফেরত পেতে উপযুক্ত প্রমাণ হিসেবে ক্রয়কৃত টিকিটের মূলকপি, অনলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রিন্টেড কপি, এনআইডির সত্যায়িত কপিসহ নিজ নিজ স্টেশন মাস্টারের মাধ্যমে সিসিএম পূর্বচট্টগ্রাম বরাবর আবেদন করতে হবে।

দেশে করোনা মহামারির প্রকোপ দেখা দিলে গত ২৪ মার্চ সন্ধ্যা থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু নিয়ম অনুযায়ী ১০ দিন পূর্বে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয়। ফলে ৩১ মার্চ পর্যন্ত বিক্রি হওয়া টিকিটের অর্থ ফেরত পাবেন যাত্রীরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *