January 22, 2025
আঞ্চলিক

অগ্রণী ব্যাংক ও টিভিএস’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি

দেশের স্বনামধন্য উৎপাদনমূখী শিল্প প্রতিষ্ঠান টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড হতে তাদের নিযুক্ত ডিলারদের  ঋণ সহায়তা প্রদানের বিষয়ে অগ্রণী ব্যাংক লিমিটেড এর নিকট প্রস্তাব পেশ করেন। বর্তমানে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের অন্যতম একটি মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি  প্রায় ২০০ ডিলার নিয়োগের মাধ্যমে দেশব্যাপী ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে। তাদের আগ্রহের প্রেক্ষিতে তাদের নিযুক্ত ডিলারদের ঋণ সহায়তা প্রদানের বিষয়ে অগ্রণী ব্যাংক লিমিটেড সম্মতি প্রকাশ করেন।

এ প্রেক্ষিতে অগ্রণী ব্যাংক লিমিটেড এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড সমঝোতা স্মারক সম্পাদনের মাধ্যমে ডিলারদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঋণদানের বিষয়ে উভয় পক্ষ কর্তৃক সম্মতি জ্ঞাপন করা হয়। এ লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর মধ্যে টিভিএস অটো কর্তৃক নিযুক্ত ডিলারদের ঋণদান বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ২৩ জানুয়ারি, ২০২০  বিকাল ৩টায় অগ্রণী ব্যাংক লিমিটেড এর বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

অগ্রণী ব্যাংক লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জে.একরাম হোসাইন অনুষ্ঠানে উপস্থিত থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *