December 21, 2024
জাতীয়

অগ্নিঝরা মার্চ

দ: প্রতিবেদক
১৯৭১ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম জন্মদিনে প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান এবং আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা গতকাল ১৬ মার্চ শেষ হয়েছে। গতকাল ১৭ মার্চ অপরাহ্নে তৃতীয় দফা মুজিব-ইয়াহিয়া আলোচনা হতে পারে। আলোচনার অগ্রগতি সম্পর্কে প্রেসিডেন্ট ভবন থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। শেখ সাহেব বলেছেন, ‘আলোচনা এখনও অব্যাহত রয়েছে এবং আমাদের মধ্যে আরো আলোচনা হতে পারে। তবে সময় নির্ধারিত হয়নি।’
আওয়ামী লীগ প্রধান তাঁর ধানমন্ডি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনার এক পর্যায়ে জনৈক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে এবং লক্ষ্যে উপনীত না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।’ জনৈক সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘আমি কি আন্দোলন প্রত্যাহার করেছি?’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *