অগ্নিঝরা মার্চ
দ: প্রতিবেদক
৫ই মার্চ ১৯৭১। সারা দেশ থেকে মুক্তিকামি জনতার উপর পাক হানাদারবাহিনী ও তাদের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর গুলিবর্ষনের খবর আসতে থাকে। কিন্তু সময় যত গড়াচ্ছিল মুক্তিকামি জনতার উত্তাল আন্দোলন তত অপ্রতিরোধ্য হয়ে উঠছিল। ৭১’র এই দিনে চট্টগ্রামে পাক হানাদার বাহিনির গুলিতে শহীদ হন ২২২জন মুক্তিকামি জনতা। টঙ্গিতে সেনাবাহিনী ও পুলিশের গুলিতে ৬ জন, যশোরে ১ জন শহীদ হন।
মুক্তিকামি জনতা এই দিন অপ্রতিরোধ্য আন্দোলনের ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার ভেঙ্গে ৩২৫ কয়েদি বের হয়ে চলে যান শহীদ মিনারে। তবে কারাগারের ফটক ভাঙ্গার সময় কারারক্ষীদের নির্বিচার গুলিতে ৭ জন শহীদ ও ৩০জন আহত হন। কয়েদিদের এ আন্দোলন সারা দেশের মুক্তিকামি জনতার আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাবী অনুযায়ী এই দিনেই পাক সামরিকজান্তা রাজপথ ছেড়ে ব্যারাকে ফিরে যায়।