অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি আনিশা ফারুক
দক্ষিণাঞ্চল ডেস্ক
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিশা ফারুক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পত্রিকা অক্সফোর্ড স্টুডেন্ট জানিয়েছে, তিন ধাপের নির্বাচনের পর বৃহস্পতিবার সন্ধ্যায় অক্সফোর্ডের ওয়েস্টন লাইব্রেরিতে এ ফলাফল ঘোষণা করা হয়।
প্রতিটি ধাপেই সর্বোচ্চ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন কুইন্স কলেজের ইতিহাসের ছাত্রী আনিশা ফারুক, যার ডাক নাম পদ্মা। তৃতীয় বর্ষের ছাত্রী আনিশা এর আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি লেবার ক্লাবের কো চেয়ার হিসাবেও দায়িত্ব পালন করেছেন। অক্সফোর্ড স্টুডেন্ট পত্রিকার প্রধান সম্পাদক পদেও ছিলেন এক সময়।
আনিশার বাবা ফারুক আহামেদ বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। তাদের গ্রামের বাড়ি ভোলার চর ফ্যাশনে। উচ্ছ¡সিত ফারুক আহামেদ ফেইসবুকে মেয়ের সাফল্যের খবর জানিয়ে সবার দোয়া চেয়েছেন।
অক্সফোর্ড ইম্প্যাক্ট প্যানেরের প্রার্থী আনিশা নির্বাচানের তৃতীয় রাউন্ডে পান ১ হাজার ৫২৯ ভোট।আর তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আইভি ম্যানিং ১ হাজার ৪১৬ ভোট পান। প্রেসিডেন্ট পদের আরেক প্রার্থী অ্যাস্পায়ার প্যানেলের এলি মিলনে-ব্রাউন দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়ে যান। ভোটের হার ছিল ২০.৩ শতাংশ। ১৯৬১ সালে যাত্রা শুরু করা অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রাষ্ট্রীয় বিভিন্ন নীতির বিষয়ে ছাত্র সংগঠনগুলোর মন্তব্য করার অধিকার খর্ব করতে ১৯৯৪ সালে ফুঁসে উঠেছিল অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন। সেই আন্দোলনের মুখে তখনকার ব্রিটিশ শিক্ষামন্ত্রী জন প্যাটেনকে সরে যেতে হয়েছিল।