অক্সফোর্ড ইন্টার্যন্যাশনাল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার অক্সফোর্ড ইন্টার্যন্যাশনাল স্কুল, খুলনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী’ ২০২০ স্থানীয় পিটিআই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড.এ.মাহমুদ ডন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন পিটিআই সুপারিনটেনডেন্ট স্বপন কুমার বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এস.এম ফরিদ হোসেন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সফিকুর রহমান মানিক।
বক্তব্য রাখেন অভিভাবকদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বর্ণমালা শিশু শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মনির হোসেন, অক্সফোর্ড সেন্ট্রাল স্কুলের অধ্যক্ষা মিসেস সামছুন নাহার ডেইজী ও অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মিসেস নাজমা খানম। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস. এম ইকবাল হাসান (তুহিন)। স্কুল ছাত্র সাদ ইবনে রহমানের নেতৃত্বে কুচকাওয়াজ পরিচালিত হয় এবং স্কুল ছাত্র সাকিবের মশাল দৌড়ের মাধ্যমে খেলার শুরু হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।