অক্ষয়ের ‘সূর্যবংশী’ মুক্তি পাবে ২৪ মার্চ
রোহিত শেঠির পুলিশ অ্যাকশন সিনেমা ‘সূর্যবংশী’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি আগামী ২৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
‘সূর্যবংশী’র অন্যতম প্রযোজক করণ জোহর টুইটারে সিনেমাটির একটি ভিডিও শেয়ার করে মুক্তির তারিখ ঘোষণা করেছেন।
সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে করণ আরও জানান, ২৪ মার্চ থেকে মুম্বাইয়ের সব প্রেক্ষাগৃহ সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। সম্প্রতি দেশটির মন্ত্রী সভায় বিষয়টি অনুমোদন পেয়েছে। সেজন্য তিনি বেশ উত্তেজিত।
এই প্রথম রোহিতের পরিচালনায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। ‘সূর্যবংশী’তে অক্ষয়কে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রধান বীরের ভূমিকায় দেখা যাবে। ‘সিংঘাম’ ও ‘সিম্বা’র পর এটি রোহিত শেঠির তৃতীয় পুলিশ অ্যাকশনধর্মী সিনেমা।
এক সময়ের তুমুল জনপ্রিয় গান ‘টিপ টিপ বর্ষা পানি’র রিমেক ভার্সন দেখা যাবে ‘সূর্যবংশী’তে। রিমেক গানটিতে অক্ষয়ের সঙ্গে নেচেছেন ক্যাটরিনা কাইফ। এই সিনেমায় অক্ষয়ের নায়িকাও তিনি। আরও অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণ ও রণবীর সিংকে।