অক্ষয়ের নতুন সিনেমার নায়িকা জ্যাকলিন ও নুসরাত
বলিউডে নিজের ক্যারিয়ারের সেরা সময় পার করছেন অক্ষয় কুমার। একের পর এক বক্স অফিস বাজিমাত করা ছবি উপহার দিচ্ছেন তিনি। যেমন সক্রিয় রয়েছেন অভিনয়ে তেমনি প্রযোজনাতেও। গেল কয়েক বছরে বলা চলে সিনেমায় সবচেয়ে ধারাবাহিক অক্ষয়। সাফল্যও পাচ্ছেন তিনি।
করোনার মধ্যেও কাজ করেছেন। মুক্তি দিয়েছেন ‘লক্ষী’ নামের সিনেমা। আরও কিছু সিনেমা তার মুক্তির অপেক্ষায় রয়েছে।
এরইমধ্যে তিনি নতুন করে শুরু করেছেন ‘রাম সেতু’ নামের একটি চলচ্চিত্র। এখানে তার বিপরীতে থাকবেন দুজন নায়িকা। তারা হলেন জ্যাকুলিন ফার্নান্দেজ এবং নুসরাত ভারুচা। সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।
সেখানে বলা হয়েছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ‘রাম সেতু’ সিনেমার শুটিং। এর আগে জ্যাকলিনের সঙ্গে কাজ করলেও প্রথমবার নুসরাতের সঙ্গে জুটি বাঁধছেন অক্ষয়।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই ‘বচ্চন পান্ডে’র সিনেমার শুটিং শেষ করেছেন অক্ষয়।