January 22, 2025
আন্তর্জাতিক

অকল্যান্ডের এক হাসপাতালে মারা গেছেন টোঙ্গার প্রধানমন্ত্রী

টোঙ্গার প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক নেতা আকিলিসি পোহিবা বৃহস্পতিবার অকল্যান্ডের এক হাসপাতালে মারা গেছেন। নিউমোনিয়ার চিকিৎসার জন্য একদিন আগে টোঙ্গা থেকে বিমানে তাকে এখানে নিয়ে আসা হয়।
আকিলিসি পোহিবার অফিস থেকে এক বার্তায় বলা হয়,৭৮ বছর বয়সের আকিলিসি কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন।
রেডিও নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানায়, আকিলিসি বৃহস্পতিবার সকালে অকল্যান্ড সিটি হসপিটালে মারা গেছেন।তবে টোঙ্গার কর্মকর্তারা এ বিয়য়ে কিছু জানায়নি এবং নিউজিল্যান্ডে দেশটির দূতাবাস কোন মন্তব্য করেনি।
ইতিহাসের সাবেক শিক্ষক পোহিবা টোঙ্গায় বৃহত্তর গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রভাবশালী নেতা ছিলেন।পোহিবা ১৯৮৭ সালে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহন করেন।২০১৭ সালে টোঙ্গার রাজা কিং তুপৌ ষষ্টম পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে পোহিবাকে বরখাস্ত করেন।পরে রাজা পার্লামেন্টের আগাম নির্বাচন ঘোষণা করেন ,এই নির্বাচনে পোহিবার দল বিজয়ী হলে তিনি আবার প্রধানমন্ত্রী হন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *