অঁরির পাশাপাশি ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা এখন জিরুদও
বিশ্বকাপে বল পায়ে জ্বলে উঠার নজির আগেও গড়েছিলেন ফরাসি তারকা অলিভিয়ে জিরুদ। এবারের আসরেও করলেন সেটিই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তার জোড়া গোলে ৪-১ ব্যবধানের বড় জয় পায় ফ্রান্স। একইসঙ্গে থিয়েরি অঁরির পাশাপাশি সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লেখালেন এসি মিলানের এই ফরোয়ার্ড।
মঙ্গলবার রাতে আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারায় ফ্রান্স। ম্যাচটির প্রথমার্ধের ৩২তম মিনিটে আদ্রিওঁ রাবিওর কাটব্যাক থেকে বল নিয়ে প্লেসিং শটে জাল খুঁজে নেন জিরুদ। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল পান তিনি। ৭১তম মিনিটে বাঁ দিক দিয়ে কিলিয়ান এমবাপ্পের ক্রস থেকে হেডে বল জালে জড়ান এসি মিলানের এই ফরোয়ার্ড।
ফ্রান্সের জার্সিতে ১৯৯৭ থেকে ২০১০ পর্যন্ত ১২৩ ম্যাচে ৫১ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন অঁরি। এবার আরও কম ম্যাচ খেলে সেই রেকর্ডে ভাগ বসালেন জিরুদও। ১১৫ ম্যাচে করেছেন ৫১ গোল। পরবর্তী ম্যাচগুলোতে আর একটি গোল করতে পারলেই অঁরিকে ছাড়িয়ে তিনিই হবে ফরাসিদের সর্বোচ্চ গোলদাতা।