৩০নং ওয়ার্ড পেশাজীবী শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গত শুক্রবার সন্ধ্যা ৬:৩০টায় খুলনা মহানগর পেশাজীবী শ্রমিকলীগ ৩০নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ৩০নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৩০নং ওয়ার্ডের আহŸায়ক মোঃ ফিরোজ আহমেদ এবং পরিচালনা করেন সদস্য সচিব মনির হোসেন ভূইয়া। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের মহানগর সভাপতি মাস্টার আতাহার উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন সদর থানা আ’লীগের সভাপতি ও মহানগর পেশাজীবী শ্রমিকলীগের প্রধান উপদেষ্টা এড. মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নগর শ্রমিক লীগের সভাপতি আবুল কাসেম মোল্লা, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মোজাফফর রশীদি রেজা, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, ৩০নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সিহাব উদ্দিন।
সম্মেলনে মোঃ ফিরোজ আহমেদ সভাপতি, মোঃ মনির হোসেন ভূইয়া সাধারণ সম্পাদক ও সুমন শেখকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ৩০নং ওয়ার্ড পেশাজীবী শ্রমিকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।