২৫নং ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শরীফ শাহাদাৎ হোসেন (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ থেকে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ আত্মীয় স্বপন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা শনিবার বানরগাতি বাজারে অবস্থিত বায়তুন নুর জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে মরহুমাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, এ্যাড. খন্দকার মজিবর রহমান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহাজাদা, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মুন্সি আইয়ুব আলী, সরদার আব্দুল হালিম, আব্দুল কাইয়ূম গোরা, শরীফ এনামুল হক সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা আগামী ১৬ মার্চ সোমবার বাদ আসর বানরগাতি বায়তুন নুর জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। দলের ও পরিবারের পক্ষ থেকে সকলকে দোয়া মাহফিলে অংশ গ্রহণের জন্য বিশেষভাবে আহবান জানানো হয়েছে।
এদিকে শরীফ শাহাদাৎ হোসেনের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়মাী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, প্যানেল মেয়র আলী আকবর টিপু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, ওয়ার্ড সভাপতি মুন্সি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিম।