২নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন আজ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ। বিকাল ৩টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম কর্মর্সস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, নগর আ’লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান।
সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি মোঃ শাকিল আহম্মেদ ও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রমিকনেতা আলহাজ্জ মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এফএম জাহিদ হাসান জাকির, আব্দুল জলিল হাওলাদার ও মাসুদ পারভেজ সোহেল প্রতিদ্ব›িদ্বতা করছেন। এদিকে আজ সম্মেলনকে ঘিরে নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।