December 21, 2024
আঞ্চলিকলেটেস্ট

১৯২০০ শিশু বঙ্গবন্ধুর কন্ঠে কালজয়ী ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ কাল

দ. প্রতিবেদক

খুলনায় শিশু বঙ্গবন্ধু কন্ঠে কালজয়ী ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সার্কিট হাউজ সম্মেলনকক্ষে খুলনা জেলা প্রশাসন প্রেস কনফারেন্সের আয়োজন করে।

প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের ৭ তারিখ বঙ্গবন্ধুর দেয়া সেই কালজয়ী ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার-এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি লাভ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ সামনে রেখে এই ভাষণকে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু  ফোরাম’-এর ব্যবস্থাপনায় আগামীকাল শনিবার খুলনা জেলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ঊনিশ হাজার ২০০ জন শিশু বঙ্গবন্ধু জাতির পিতার ৭ মার্চের ভাষণ পাঠ করবে।

প্রেস কনফারেন্সে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার মোঃ এহসান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, বিটিভির খুলনা জেলা প্রতিনিধি মকবুল হোসেন মিন্টুসহ খুলনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *