হুইল চেয়ারে সংসদে এরশাদ
দক্ষিণাঞ্চল ডেস্ক
একাদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল রবিবার বিকাল সাড়ে চারটার দিকে হুইল চেয়ারে করে সংসদে আসেন এরশাদ। এসময় পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধীদল উপনেতা জিএম কাদের ও পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা তার সঙ্গে ছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য ৩ জানুয়ারি শপথ নিলেও অসুস্থ এরশাদ সেদিন ছিলেন না। পরে ৬ জানুয়ারি তিনি শপথ নেন। তার আগেই তিনি সংসদে বিরোধী দলের ভূমিকা পালনের সিদ্ধান্ত নেন। পাশাপাশি নিজেই হন বিরোধীদলীয় নেতা।
অসুস্থ এরশাদ গত ২০ জানুয়ারি চিকিৎসা নিতে যান দেশের বাইরে। আর এ কারণে ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি উপস্থিত থাকতে পারেননি। তার অবর্তমানে সংসদে জাতীয় পার্টির নেতৃত্ব দেন এরশাদের ভাই ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। চিকিৎসা শেষে এরশাদ দেশে ফেরেত ৪ ফেব্র“য়ারি। আর এর ছয় দিন পর তিনি যোগ দিলেন সংসদে।