হাফিজুর রহমান ভূইয়া’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়ার্কার্স পার্টির সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক পলিটব্যুরোর সদস্য, খুলনা জেলা পার্টির ও জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, কিংবদন্তী শ্রমিকনেতা, মার্কসবাদী বর্ষিয়ান রাজনীতিবিদ প্রয়াত কমরেড হাফিজুর রহমান ভূইয়া’র ২য় মৃত্যুবার্ষিকী আগামী ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার। যথাযথ মর্যাদায় তাঁর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ঐদিন বেলা ৩টায় ফুলতলা স্বাধীনতা চত্বরে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড প্রফেসর ড. সুশান্ত দাস ও পলিটব্যুরোর সদস্য কমরেড মোস্তফা লুৎফুল্লাহ এমপি।
এ স্মরণসভা সফল করতে গতকাল বেলা ১১টায় সংগঠনের জেলা কার্যালয়ে ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর এক সভা সাধারণ সম্পাদক এড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেনÑজেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড আনসার আলী মোল্লা, কমরেড মোজাম্মেল হক, কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড শেখ মফিদুল ইসলাম, কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম প্রমুখ। সভায় স্মরণসভা সফল করতে সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।