January 15, 2025
আন্তর্জাতিক

হরিয়ানায় কংগ্রেস নেতাকে গুলি করে হত্যা

 

ভারতের হরিয়ানায় রাজ্য কংগ্রেসের মুখপাত্র বিকাশ চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজ্যের ফরিদাবাদ শহরে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার সকালে ফরিদাবাদে ব্যায়ামাগার থেকে ফেরার সময় এক ব্যক্তি বিকাশ চৌধুরীর ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় পুলিশ বলছে, বিকাশ চৌধুরীকে ১০ থেকে ১২টি গুলি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন রাজ্যের কংগ্রেস প্রেসিডেন্ট অশোক তানওয়ার।

তিনি বলেন, এ রাজ্যে আইনের কোনো শাসন নেই। তাই প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। বুধবারও (২৬ জুন) এক নারীকে হেনস্তা করা হয়, তখন ওই নারী এর প্রতিবাদ করলে তাকে ছুরিকাঘাত করা হয়েছে।

বিকাশ চৌধুরীর হত্যাকাণ্ডে তদন্ত করা প্রয়োজন বলে দাবি করেছেন এই কংগ্রেস নেতা।

সম্প্রতি ভারতীয় জাতীয় লোকদল (আইএনএলডি) থেকে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ৩৮ বছর বয়সী বিকাশ চৌধুরী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *