December 27, 2024
জাতীয়

হবিগঞ্জে গউছসহ বিএনপির ১৪ জন কারাগারে

দক্ষিণাঞ্চল ডেক্স
নাশকতার মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছসহ বিএনপির ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন এ আদেশ দেন।
হবিগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল হক চৌধুরী জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার অভিযোগে দায়ের করা চারটি মামলায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জিকে গউছ এবং তার ভাই জিকে গফফারসহ ১৪ বিএনপি নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।
“শুনানির পর আদালত তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
পিপি সিরাজুল হক চৌধুরী জানান, একাদশ জাতীয় নির্বাচনের আগে ও পরে হবিগঞ্জ শহরের গরুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহরের স্টাফ কোয়ার্টার আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল ও কলেজ ভোটকেন্দ্রে নাশকতার অভিযোগ এনে পুলিশ ও আওয়ামী লীগের নেতারা বাদী হয়ে ছয়টি মামলা দায়ের করেছেন।
এসব মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের সাত শতাধিক নেতাকর্মীদের নাম উলে­খ করা হয়েছে।
এর মধ্যে চারটি মামলায় তারা জামিনের আবেদন করেছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *