January 15, 2025
আন্তর্জাতিক

হন্ডুরাস উপকূলে মাছ ধরার ট্রলার ডুবে ২৬ জনের মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের ক্যারাবিয়ান উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বুধবার দেশটির মসকিটিয়া অঞ্চলের উপকূলের ওই ঘটনাস্থল থেকে আরও ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে ওই কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি।

চিংড়ি ধরার ওপর সরকার আরোপিত সাময়িক নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর লোক বোঝাই করে সাগরে গিয়েছিল ৭০ টনের ওই ট্রলারটি। তবে কী কারণে ট্রলারটি ডুবে যায় তা পরিষ্কার হয়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।

ট্রলারটির ক্যাপ্টেন একটি ‘এসওএস’ বার্তা পাঠাতে পেরেছিলেন, কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। হন্ডুরাসের সশস্ত্র বাহিনীর মুখপাত্র হোসে মেজা জানিয়েছেন, মৃতদেহগুলো ও জীবিতদের নিকটবর্তী শহর পুয়ের্তো লেমপিরায় নেওয়া হয়েছে।

এ ঘটনার কিছুক্ষণ আগে একই এলাকায় অতিরিক্ত লোক বোঝাই আরও একটি ট্রলার ডুবে গিয়েছিলে বলে জানিয়েছে তিনি। সেখান থেকে অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয় এবং সেখানে কেউ মারা গেছেন বলে খবর পাওয়া যায়নি।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *