December 22, 2024
আঞ্চলিক

স্বাচিপ খুলনা জেলা শাখা উদ্যোগে মানববন্ধন কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা. উত্তম কুমার দেওয়ান কে কর্তব্যরত অবস্থায় আকস্মিক ছুরিকাঘাত দ্বারা বর্বরোচিত হামলা এবং প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার উদ্যোগে এক “মানববন্ধন” খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মূখে ডা. মোল্লা হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক ডা. মো: জিল্লুর রহমান তরুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এই ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা জ্ঞাপন ও আসামীকে আইনের আওতায় দ্রæত বিচার দাবী জানিয়ে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ, স্বাচিপ, নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আব্দুল কাদের জসিম ও ডা. মো: মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, স্বাচিপ, সাতক্ষীরা জেলা শাখা। আরো বক্তব্য রাখানে খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডা. এম. এ. আহাদ, স্বাচিপ, খুলনা জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক ডা. অনল রায়, স্বাচিপ, খুলনা জেলা শাখার সম্মানিত কার্যকরী পরিষদের সদস্য ডা. উৎপল কুমার চন্দ, ডা. এস. এম. দিদারুল আলম শাহীন, ডা. মোসা: ডালিয়া আখতার, ডা. অনল রায় ডা. মো: সাইফুল্লাহ মানসুর, ডা. মো: মেহেদী হাসান ও  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান গলা বিভাগের আর.এস ডা. দেবনাথ তালুকদার রনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ডা. সুমন রায়, ডা. মো: ইউনুস-উজ-জামান খাঁন তারিম, ডা. এস. এম. তুষার আলম, ডা. শৈলেন্দ্রনাথ বিশ^াস, প্রফেসর ডা. কাজী হামিদ আসগর, ডা. আনোয়ারুল আজাদ, প্রফেসর ডা. পরিতোষ কুমার চৌধুরী, ডা. গোলাম সারোয়ার ফারুক, ডা. শ. ম. জুলকার নাইম, ডা. শেখ শহীদুর রহমান, ডা. এস. এম. খালিদুজ্জামান, ডা. মো: কুতুব উদ্দীন মল্লিক, ডা. ডলি হালদার, ডা. বিপ্লব বিশ^াস, ডা. পার্থ প্রতিম দেবনাথ, ডা. বাপ্পা রাজ দত্ত, ডা. খালেদ মাহমুদ, ডা. পলাশ কুমার দে, ডা. উপানন্দ্য রায়, ডা. মো: ফিরোজ হাসান, ডা. শাহীন আকতার শেখ সহ স্বাচিপ, খুলনা জেলা শাখার সম্মানিত সকল চিকিৎসক নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *