December 21, 2024
জাতীয়

স্কুলে মোবাইল নিয়ে আসায় ছাত্রকে পিটিয়ে জখম

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

বরগুনার পাথরঘাটায় ক্লাসে মোবাইল নিয়ে আসায় দশম শ্রেণির ছাত্র মোহনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইসলাম বিষয়ের শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে। গতকাল শনিবার পাথরঘাটা আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার বলেন, আমি যতদূর শুনেছি হৃদয় ক্লাসে বসে মোবাইল চালাচ্ছিল। তখন শিক্ষক রেজাউল করিম ফোনটি চাইতে গেলে হৃদয়ের সহপাঠী মোহন ফোনটি শিক্ষককে বাধা দেয়। এরপর রেগে গিয়ে শিক্ষক রেজাউল করিম মোহনকে মারধর করে।

তিনি আরও বলেন, সরকারিভাবেই ক্লাসে ফোন না আনতে নির্দেশনা রয়েছে তারপরও অনেক ছাত্র ফোন নিয়ে আসে, এ বিষয় অভিভাবকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।

বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোহন জানান, আমার সহপাঠী হৃয়ের ফোনটি আমার বেঞ্চের উপর রাখায় স্যার আমাকে মারধর করে। এতে আমার শরীরে একাধিক জায়গায় ফুলে গিয়ে কালো দাগ হয়ে গেছে। এ বিষয়ে জানাতে ওই বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমের মোবাইলে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *