January 15, 2025
আঞ্চলিক

সুবর্ণচরের গৃহবধূ গণধর্ষণ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি

দ: প্রতিবেদক
নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছে জনউদ্যোগ, সেফ ও হিন্দু সম্পত্তিতে নারীর অধিকার বাস্তবায়ন কমিটি। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনার পিকচার প্যালেস মোড়ে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি তোলা হয়।
সভাপতির বক্তব্যে নারী নেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু বলেন, ধর্ষণকারী কোনো দলের লোক এমন প্রশ্ন তোলার সুযোগ নেই। যারা এমন ঘটনা ঘটিয়েছে, তাদের উপযুক্ত বিচার করতে হবে। দেশে আর কখনও ধর্ষণের ঘটনা না ঘটে সেই ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, সুবর্ণচরের গণধর্ষণ মামলার চার্জশিট ১৫ দিনের মধ্যে দাখিল করতে হবে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করতে হবে। অপরাধীদের এক মাসের মধ্যে শাস্তি দিতে হবে।
অ্যাডভোকেট মোমিনুল ইসলামের পরিচালনায় সভায় সূচনা বক্তব্য রাখেন সেফের মো. আসাদুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন, জনউদ্যোগ খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্র নাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত জোটের নেতা শাহিন জামান পণ, ওয়ার্কার্স পার্টির মফিদুল ইসলাম, বাসদের জনার্দন নান্টু, সিপিবির মিজানুর রহমান বাবু, এস এম চন্দন, জাতীয় পার্টির শাহ লায়েকউল্লাহ, নারী নেত্রী রেহেনা আক্তার, মনিরা সুলতানা, এ্যাড: তছলিমা খাতুন ছন্দা, সিলভী হারুণ, এস এম সোহরাব হোসেন, আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ, শেখ আ: হালিম, আফজাল হোসেন রাজু, সাংবাদিক খলিলুর রহমান সুমন, সেফের দীপক কুমার দে,শাহ মো:অহিদুজ্জামান, হেদায়েত হোসেন, সালেহ আহমেদ, আসাদুর রহমান হাসান, মাহাফুজুর রহমান প্রমুখ। সভায় সাতক্ষীরার আশাশুনীতে শিশু ধর্ষণকারীরও দ্রুত বিচার দাবি করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *