সিরাজগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
দক্ষিণাঞ্চল ডেস্ক
সিরাজগঞ্জে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে শাহজাদপুর উপজেলার জালালপুর ইউপির সৈয়দপুর গ্রামে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। পেশায় ভ্যানচালক আটক জাহিদুল ইসলাম (২১) শাহজাদপুর উপজেলার জালালপুর ইউপির সৈয়দপুর গ্রামের পরশ মিয়ার ছেলে।
এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ বলেন, শিশুর বাবা-মা গাজীপুরে এক কারখানার শ্রমিক। শিশুটি সৈয়দপুর গ্রামে তার নানা বাড়িতে থাকে। বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে রাস্তা থেকে ধরে নিয়ে প্রতিবেশী জাহিদুল ইসলাম ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে এনায়েতপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। আটক জাহিদুলকে শনিবার আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।