সিটি মেয়রকে খুবি ভিসি’র অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রতিমন্ত্রী পদমর্যাদা পাওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বর্তমানে নরওয়ে সফররত উপাচার্য এক বিবৃতিতে বলেন- প্রতিমন্ত্রী পদমর্যাদাপ্রাপ্তির খবরটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটি খুলনা তথা এতদাঞ্চলের মানুষের জন্যও গৌরবের। এ প্রাপ্তি খুলনা সিটি কর্পোরেশনসহ খুলনাঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য একই সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় তাঁদেরকেও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
অপর এক পৃথক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।