December 22, 2024
আঞ্চলিক

সাবেক এমপি শেখ সাহিদুর রহমানের স্ত্রীর মৃত্যু : ওয়ার্কার্স পার্টির শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান, খুলনা-৪ আসনের সাবেক সাংসদ ও জেলা পার্টির সভাপতি কমরেড শেখ সাহিদুর রহমানের স্ত্রী কামরুন নাহার শেলী (৫৮) স্টোকে আক্রান্ত হয়ে ১১ দিন পূর্বে খুলনা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩ দিন চিকিৎসার পর গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ১ পুত্র, ১ কন্যা, পুত্রবধূ, জামাতা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পার্টির একজন সুহৃদ ছিলেন।

গতকাল বুধবার জোহর বাদ দিঘলিয়া উপজেলা দেয়াড়া মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে মরহুমার নামাজে জানাজা শেষে নিজস্ব বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় হাজার মানুষের উপস্থিতির মধ্যে পার্টির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন যথাক্রমে পার্টির জেলা সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান, মহানগর পার্টির সভাপতি শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক এস এম ফারুখ-উল-ইসলাম, পার্টির নেতা দেলোয়ার উদ্দিন দিলু, আঃ হামিদ মোড়ল, মোঃ খলিলুর রহমান, মনিরুজ্জামান, আঃ সাত্তার মোল্লা, প্রভাষক গৌতম কুমার কুÐু, দিঘলিয়া উপজেলা সম্পাদক হোসেন আলী, যুব মৈত্রীর জেলা সভাপতি প্রভাষক রেজোয়ান রাজা, সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, ছাত্র মৈত্রীর জেলা নেতা নাজমুল হোসেন বাবু, মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।

অপরদিকে শেখ সাহিদুর রহমানের স্ত্রী কামরুন নাহার শেলীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জেলা সভাপতি এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক আনসার আলী মোল্লা, সাধারণ সম্পাদক এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকমÐলীর সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, গৌরাঙ্গ প্রসাদ রায়, শেখ মিজানুর রহমান, মনির আহমেদ, খলিলুর রহমান, আব্দুস সাত্তার মোল্লা, নারায়ণ সাহা, আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য মনিরুজ্জামান, সন্দীপন রায়, রেজাউল করিম খোকন, কৌশিক দে বাপী, আঃ হামিদ মোড়ল প্রমুখ।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *