January 2, 2025
আঞ্চলিক

সাতক্ষীরার শিশু ধর্ষণ মামলার আসামী খুলনায় আটক

 

দ. প্রতিবেদক

সাতক্ষীরা শ্যামনগরের চাঞ্চল্যকর ৪ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামীকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটকৃত আসামির নাম মোঃ আল-আমিন গাজী (৩৫)। সে সাতক্ষীরা শ্যামনগরের চাদনীমূখা এলাকার ময়নুদ্দীন গাজীর ছেলে।

র‌্যাব জানায়, গত ২২ নভেম্বর বিকালে ৪ বছরের শিশু ও তার ২ বছরের ভাই চাদনীমুখা গ্রামের মধ্যম পাড়া বাইতুল মোকারম জামে মসজিদের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় খেলাধুলা করছিল। এ সময় আল-আমিন গাজী ভিকটিম ও তার ভাইকে কদবেল খাওয়ার প্রলোভন দেখিয়ে মধ্যমপাড়া জামে মসজিদের বাথরুমের মধ্যে নিয়ে জোরকরে ধর্ষণ করে। ভিকটিমের চিৎকার শুনিয়া ভিকটিমের আত্বীয়-স্বজনসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত আলামিন গাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভিকটিম বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে ভিকটিমের দাদী বাদী হয়ে অভিযুক্ত মোঃ আলামিন গাজীর বিরুদ্ধে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় মামলা দায়ের করে। যার মামলা নং-২৯, তারিখ ২৩/১১/২০২১, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারা। মামলাটি র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল শুরু থেকেই ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

এরই প্রেক্ষিতে র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলতাক আসামী আল-আমিন গাজীকে খুলনার সোনাডাঙ্গা থানাধীন সোনডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করে। আসামীকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *