সাংবাদিক ফরিদ আহমেদ’র গাছ কাটায় প্রেসক্লাবের নিন্দা
খুলানা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সত্যের সন্ধান’র সম্পাদক এ্যাডভোকেট মোঃ ফরিদ আহমেদ এর ক্রয়কৃত জমির বিভিন্ন ফলনশীল গাছ কাটার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে খুলনা প্রেস ক্লাবের নির্বাহী পরিষদ।
খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব ও সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী এক বিবৃতিতে বলেছেন, স¤প্রতি নগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড় এলাকায় খুলনা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এ্যডভোকেট মোঃ ফরিদ আহমেদের স্ত্রীর নামে ক্রয়কৃত জমিতে থাকা বিভিন্ন ধরনের ফলনশীল গাছ কেটে ফেলেছে দুষ্কৃতকারীরা।
বিবৃতিতে বলা হয়, ঘটনাটি খুবই উদ্বেগজনক। নেতৃবৃন্দ তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।