October 30, 2024
জাতীয়লেটেস্ট

সন্তানকে জড়িয়ে ধরেই পুড়ে মরলেন মা

দক্ষিণাঞ্চল ডেস্ক

ভাষা দিবসের শহীদদের স্মরণে শোক ও ফুলেল শুভেচ্ছা জানাতে যখন প্রস্তুত নিচ্ছিল দেশবাসী তখনই চকবাজরের ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ভগ্নস্তূপে প্রাণ হারানো মানুষ মৃত্যুর মধ্য দিয়েও যেন মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

চকবাজারের রাজমহল হোটেলের ওপর তলায় থাকত ফাতেমাদের পরিবার। ছোট্ট ফাতেমা আগুন লাগার পরেও তার মায়ের কোলে ছিল। তার মা আগুনের ঘটনা জানতে পেরে দ্রুত নিচে নেমে আসেন। তবে নিচে নেমেও শেষরক্ষা হয়নি। সন্তানকে জড়িয়ে ধরে তিনি সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এসব ঘটনার বর্ণনা শোনাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ফায়ার সার্ভিসকর্মীরা। উলে­খ্য, চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাতের ১৫ ঘণ্টা পর আগুন নিভিয়ে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *