January 15, 2025
আঞ্চলিক

সকল ভেদাভেদ ভুলে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে : ইসমাত আরা সাদেক

 

 

 

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি

সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি বলেছেন, কেশবপুরে আওয়ামী লীগের ভেতর তিনি কোন গ্রæপিং দেখতে চান না। তিনি সকলকে সাথে নিয়ে কেশবপুরে উন্নয়ন করতে চান। তিনি দলীয় নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐকবদ্ধভাবে কাজ করার আহŸান জানান।

কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল শনিবার দুপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীতের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগৈর সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় আরো বক্তব্য রাখেন অধ্যাপিকা রেবা ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, শহিদুল ইসলাম, রওশন আলী, উপজেলা যুবলীগের আহŸায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমুখ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *