December 22, 2024
আঞ্চলিক

সংসদ সদস্য, মেয়র ও নগর আওয়ামী লীগ নেতাদের ছবি ব্যবহার না করার আহ্বান

 

তোরণ, প্যানা অপসারণের নির্দেশ

 

খবর বিজ্ঞপ্তি

কতিপয় ব্যক্তি হীনস্বার্থ চরিতার্থ করতে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে নগরীতে প্যানা, তোরণ নির্মান ও পোষ্টারসহ নানাবিধ রং বেরঙয়ের ছবি টাঙ্গিয়েছে। যা নেতৃবৃন্দর দৃষ্টি গোচরে এসেছে। নেতৃবৃন্দ এসব তোরণ, প্যানা, পোষ্টার অপসারনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।

একই সাথে বিনা অনুমতিতে কেউ কোন ছবি ব্যবহার করতে পারবে না। যদি কেউ খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি প্যানায় ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানান।

নেতৃবৃন্দ সকল ডিজিটাল প্যানা ব্যবসায়ী, ছাপাখানা মালিক সহ সকল মুদ্রণ ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে বলেন, কোন ব্যক্তি যদি পোষ্টার লিফলেট, প্যানা, ফেস্টুন সহ কোন ধরনের বইয়ে উল্লেখিত নেতৃবৃন্দের ছবি ব্যবহার করতে চায়, তাহলে তাকে অনুমতিপত্র দেখাতে বলবেন। যদি কেউ দেখাতে ব্যর্থ হয় তাহলে তার কাজ না করার আহবান জানিয়েছেন। নেতৃবৃন্দ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্যানার রাজনীতি পরিহার করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিজেদেরকে গড়ে তুলে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের পাশে থেকে সুখ দু:খের সাথী হতে হবে। তাহলেই জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়তে সহজ থেকে সহজতর হবে। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *