December 21, 2024
জাতীয়

শ্রীনগরে পিতাকে ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছেলের হাতে পিতা খুন হয়েছেন। উপজেলার ষোলঘর ইউনিয়নের ষোলঘর বাজার সংলগ্ন সেনপাড়ার দূর্গা বাড়ি শাহেদ আলী (৫৮) নামের এক বৃদ্ধ পিতাকে ধারালো বঁটি দিয়ে জবাই করে হত্যা করে ছেলে জাহিদ (২৮)। গতকাল সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে জাহিদকে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে শাহেদ আলী স্থানীয় মসজিদে ফজর নামাজ শেষে বাড়ি ফিরলে মানসিক প্রতিবন্ধী ছেলে জাহিদ তাকে বঁটি দিয়ে জবাই করে হত্যা করে। ঘটনার পরপরই নিহতের স্ত্রী সাজেদা বেগম বাড়ির উঠানে এসে স্বামীর রক্তাক্ত লাশ দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ছেলেকে আটক করে।

স্থানীরা জানান, জাহিদ নিহত শাহেদ আলীর একমাত্র ছেলে। সে কিছুটা মানসিক প্রতিবন্ধী।

ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. ইউনুুচ আলী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্স পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। আটককৃত ছেলে কিছুটা মানসিক প্রতিবন্ধী। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *