October 30, 2024
আঞ্চলিক

শিশু একাডেমির চিত্রাংকন প্রতিযোগিতা ২৫ মার্চ

 

তথ্য বিবরণী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে খুলনা শিশু একাডেমি চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে। ২৫ মার্চ বিকেল তিনটায় খুলনা শিশু একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

চিত্রাংকন প্রতিযোগিতা ক বিভাগে নার্সারী থেকে দ্বিতীয় শ্রেণির শিশুরা (বিষয় ও মাধ্যম উন্মুক্ত), খ বিভাগে : তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিশুরা (বিষয়: মুক্তিযুদ্ধ) মাধ্যম; জল রং/প্যাস্টেল রং এবং  গ বিভাগের ৬ষ্ঠ থেকে ১০ দশম শ্রেণির শিশুরা (বিষয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মাধ্যম জল রং/প্যাস্টেল রং) অংশগ্রহণ করতে পারবে। চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *