শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের হিসাবরক্ষক গিয়াসের ইন্তেকাল
খানজাহান আলী থানা প্রতিনিধি
শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের হিসাব রক্ষক কাম শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন রাজা (৪৫) বুধবার সন্ধ্যা ৭টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র সন্তানসহ অংসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া মোঃ গোলাম পরওয়ার, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, খ.ম লিয়াকত আলী, শেখ ইকবাল হোসেন, মুন্সি মিজানুর রহমান, মুন্সি মঈনুল ইসলাম, সৈয়দ হাসান মাহমুদ টিটো, মোস্তফা গোলাম সরোয়ার,খান সাদিকুর রহমান, বায়জিদ হোসেন, মুরসালিন, আফজাল, শেখ আব্দুল খালেক, সাংবাদিক বদরুল আলম মনু, সাইফুল্লাহ তারেক, গাজী মাকুল উদ্দিন, মোল্যা সোলায়মান, কাজী আজাদুর রহমান হিরক, শেখ জাহিদ ইকবাল, বিদ্যালয়ের শিক্ষক আবুল বাশার, ফজলু হকসহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, এলাকার গন্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানাজার ইমামতি করেন মুফতি আঃ জব্বার।