শিরোমণি বিআরটিএতে ভুয়া পরীক্ষার্থীকে কারাদণ্ড
খানজাহান আলী থানা প্রতিনিধি
নগরীর শিরোমণি বিআরটিএ’তে মটরড্রাইভিং লাইসেন্সের জন্য ফিল্টটেস্ট পরীক্ষায় প্রক্্ির দিতে এসে বিএল কলেজ ছাত্র প্রতিক সিংহ (২১) এবং পরীক্ষার্থীকে খুলনা পলিটেকনিকের ছাত্র বিপ্লব দাস (২১)কে ভ্রাম্যমান আদালত সাজা দিয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার শিরোমণি বিআরটিএ’তে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীদের ফিল্টটেস্ট পরীক্ষার জন্য দিন নির্ধারন ছিলো। বিকালে ম্যজিস্ট্রেট তাফসি রাবেয়া পরীক্ষার্থীদের মটর ড্রাইভিং এর ফিল্টটেস্ট পরীক্ষা নেওয়ার সময় প্রতিক সিংহ নামের এক যুবক হেলমেট পরে ফিল্টটেস্ট পরীক্ষা দেওয়ার চেষ্টা করে। এ সময় প্রতিষ্ঠানের মটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলাম তাকে চ্যালেজ্ঞ করে। পরবর্তিতে তিনি জানান সে মহেশ্বরপাশা বনিকপাড়ার বিপ্লব দাসের মটরড্রাইভিং এর ফিল্টটেস্ট পরীক্ষার প্রকি্রা দিতে এসেছে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান শুনানী শেষে পরীক্ষার্থী দৌলতপুর থানার মহেশ্বরাপাশা বনিক পাড়ার মানিক দাসের পুত্র বিপ্লব দাস এবং ভুয়া পরীক্ষার্থী এই থানার মহেশ্বরাপাশা বনিক পাড়ার অসিম সিংহের পুত্র প্রতিক সিংহ দুইজন কলেজ ছাত্র হওয়ায় তাদেরকে দুই দিনের জেল দিয়ে সতর্ক করেন।