January 15, 2025
আঞ্চলিক

শিরোমণিতে সড়ক দুর্ঘটনায় বেসামরিক সদস্য নিহত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনায় জাহানাবাদ ক্যান্টনমেন্টের বেসামরিক সদস্য বিলিয়ান হোসেন (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় প্রাতব্রমনকালে নগরীর খুলনা-যশোর মহাসড়কের শিরোমণির মীরবাড়ি এলাকায় হ্যামকো কোম্পানীর ট্রাকে চাপায় তিনি নিহত হয়। এ সময় অজ্ঞাত এক পথচারী মহিলা গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা জানান, খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্টের বেসামরিক (এমইএস) বিদ্যুতের লাইনম্যান বিলিয়ান হোসেন তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে আবাসিকের কোয়াটারে থাকতেন গতকাল  মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়ে মহাসড়কের মীরবাড়ি এলাকার প্রাতভ্রমনকালে শিরোমণির হ্যামকো কোম্পানীর একটি খলি ট্রাক (খুলনা মেট্রো ট-১১-১১৮৫) শিরোমণির দিকে আসার পথে রাস্তা থেকে ৫ ফুট দূরে গিয়ে বিলিয়ানকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যায়। এ সময় অজ্ঞাত এক পথচারী মহিলা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন চালক ঘুমান্ত অবস্থায় থাকায় এ দূর্ঘনটা ঘটেছে ।

খানজাহান আলী থানা পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাকের চালক মোঃ জহির খান (৩৫) কে আটক করেছে। খানজাহান আলী থানা পুলিশ বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন নিহত বিলিয়ানের গ্রামের বাড়ী মাদারীপুর জেলার দক্ষিণ রমজানপুর এলাকায়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *